ভারতীয় রাজনীতির প্রভাবশালী নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন এবার দেখা যাবে সিনেমার পর্দায়। সম্প্রতি ঘোষণা দেওয়া মোদির বায়োপিক ‘মা বন্দে’ নিয়ে শুরু হয়েছে বলিউডে তুমুল আলোচনা। জন্মদিনের দিনেই ছবির ঘোষণা, আর এখন যোগ হলো নতুন চমক। এই ছবিতে মোদির মায়ের চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকে। রাজনৈতিক উত্থান, মায়ের স্নেহ আর সংগ্রামের মিশেলে তৈরি হতে যাচ্ছে এক আবেগঘন সিনেমা—যা ইতোমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মা-ছেলের সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ‘মা বন্দে’ সিনেমা। এতে দেখা যাবে, ত্যাগ, সহনশীলতা এবং অবদান রাখার মাধ্যমে একজন মা কিভাবে ছেলের জীবনে উন্নতির পথ তৈরি করেছিলেন সেটা দেখা যাবে।
গণমাধ্যমকে এক ঘনিষ্ঠ সূত্র বলেন, ইতোমধ্যে হিরাবেন মোদির চরিত্রটি রাভিনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। চরিত্রটির শক্তি, গভীরতা এবং স্তরবিন্যাস রাভিনার সঙ্গে মিশে গেছে। হিরাবেনের জীবনের গল্প যেমন : শৈশবে মাকে হারানো, শান্ত ও দৃঢ়তার সঙ্গে পরিবারটিকে কীভাবে একত্রে রেখেছিলেন—এই বিষয়গুলো অভিনেত্রীকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পরিচালক কিংবা রাভিনা ট্যান্ডন। সিলভার কাস্ট ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন বীর রেড্ডি এবং ছবিটি পরিচালনা করছেন নির্মাতা ক্রান্তি কুমার চৌধুরী।

3 hours ago
3








English (US) ·