মোদীকে অভিনন্দন জানিয়েছেন শাহবাজ

3 months ago 43

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রোববার (৯ জুন) দেশটির রাষ্ট্রপতি ভবনে এই শপথ নেন তিনি। এতে উপস্থিত ছিলেন অধিকাংশ প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানরা।

তবে মোদীর শপথ অনুষ্ঠানে পাকিস্তানের কেউ উপস্থিত না থাকলেও অভিনন্দন জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

মোদীর শপথ নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মোদীকে অভিনন্দন জানিয়েছেন।

নিজের টুইটার অ্যাকাউন্টে শাহবাজ লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মোদীকে অভিনন্দন।

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাসে নাম লেখালেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় তিনিসহ ৭২ জন মন্ত্রী শপথবাক্য পাঠ করেছেন। এদের মধ্য ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা পরে ঘোষণা করা হবে।

এদিন শপথ নেওয়ার মাধ্যমে ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার প্রধানমন্ত্রী হলেন মোদী। তার আগে কেবল জওহরলাল নেহেরু টানা তিনবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। ১৯৫২, ১৯৫৭ ও ১৯৬২ মেয়াদকালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।

সূত্র: জিও নিউজ

এমএসএম

Read Entire Article