‘মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড়

2 hours ago 5
প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘরে রোববার (১৯ অক্টোবর) সকালে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। এরপরই জাদুঘরটি বন্ধ ঘোষণা করা হয়। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ৭ মিনিটে জাদুঘরের ভেতর থেকে নেপোলিয়ন বোনাপার্টের সময়কার অমূল্য গহনা চুরি করে পালিয়েছে। যার আর্থিক ও ঐতিহাসিক মূল্য নির্ধারণ সম্ভব নয়। ফরাসি গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে, নির্মাণাধীন একটি অংশের প্যানেল ভেঙে কয়েকজন মুখোশধারী ব্যক্তি জাদুঘরে প্রবেশ করে। তারা কাচ ভাঙার সরঞ্জাম ব্যবহার করে প্রদর্শনকক্ষের নিরাপত্তা কাচ কেটে ফেলে এবং কয়েক মিনিটের মধ্যেই গহনাগুলো সংগ্রহ করে। পরে, অবিশ্বাস্য দ্রুততায় ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনাটি মাত্র চার থেকে ৭ মিনিটের মধ্যে ঘটেছে। চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে ফরাসি রাজপরিবারের সংগ্রহ থেকে নেপোলিয়ন বোনাপার্টের আমলের রানি জোসেফিনের মুকুট ও হিরকখচিত নেকলেস। এসব গহনা কয়েক শতাব্দী পুরোনো এবং লুভরের রাজকীয় সংগ্রহের সবচেয়ে মূল্যবান অংশগুলোর একটি হিসেবে বিবেচিত। ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, আজকের জন্য ল্যুভর জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় ফ্রান্সের বিশেষ অপরাধ তদন্ত বিভাগ (বিআরবি) কাজ শুরু করেছে। ল্যুভরে চুরির সংবাদটি প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘#LouvreHeist’ ট্রেন্ড করছে। অনেকে প্রশ্ন তুলছেন—বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জাদুঘরেও যদি এমন ঘটে, তাহলে সাংস্কৃতিক ঐতিহ্যের নিরাপত্তা কোথায়? এক কর্মকর্তা বলেন, ‘তারা জানত কোন পথে ঢুকতে হবে, কোথায় ক্যামেরা নেই, আর কোথায় সবচেয়ে দামি জিনিসগুলো রাখা।’ উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ল্যুভর জাদুঘরে নির্মাণ ও সংস্কারের কাজ চলছিল। তদন্তকারীরা মনে করছেন, চোরেরা সেই সুযোগকেই কাজে লাগিয়েছে।
Read Entire Article