মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

একসময় ভালো মানের ছবি তুলতে হলে আলাদা ক্যামেরার প্রয়োজন হতো। বিশেষ অনুষ্ঠান, ভ্রমণ কিংবা প্রিয় মুহূর্ত ধরে রাখতে মানুষ নির্ভর করত ডিএসএলআর বা হাই-অ্যান্ড ক্যামেরার ওপর। কিন্তু সময় বদলেছে। এখন সবার হাতেই আছে স্মার্টফোন, আর সেই ফোনই হয়ে উঠেছে ব্যক্তিগত ক্যামেরা। আধুনিক স্মার্টফোনে যুক্ত হয়েছে উন্নত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং নানা রকম ম্যানুয়াল সেটিংস, যার ফলে চাইলে অনেকটা ডিএসএলআর মানের ছবি তুলতে পারা সম্ভব। তবে শুধু ফোনের ফিচার থাকলেই হবে না, সঠিক কৌশল জানা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি সহজ নিয়ম মেনে চললে মোবাইলেই পাওয়া যাবে ডিএসএলআরের মতো নিখুঁত ছবি। চলুন, জেনে নেওয়া যাক সেই ৫ কৌশল— ১. সঠিক আলোর ব্যবহার করুন ফটোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো আলো। সকালবেলা বা বিকেলের শেষ ভাগে যখন আলো নরম ও উষ্ণ থাকে, তখন ছবি তুললে তা স্বাভাবিকভাবে সুন্দর আসে। যতটা সম্ভব প্রাকৃতিক আলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। বেশি ফ্ল্যাশ ব্যবহার করলে ছবির আসল রঙ বিকৃত হয়ে যেতে পারে, ত্বকের টোনও অস্বাভাবিক দেখাতে পারে। ২. প্রো মোড ব্যবহার করুন স্মার্টফোনে থাকা ‘প্রো’ বা ‘ম্যানুয়া

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল
একসময় ভালো মানের ছবি তুলতে হলে আলাদা ক্যামেরার প্রয়োজন হতো। বিশেষ অনুষ্ঠান, ভ্রমণ কিংবা প্রিয় মুহূর্ত ধরে রাখতে মানুষ নির্ভর করত ডিএসএলআর বা হাই-অ্যান্ড ক্যামেরার ওপর। কিন্তু সময় বদলেছে। এখন সবার হাতেই আছে স্মার্টফোন, আর সেই ফোনই হয়ে উঠেছে ব্যক্তিগত ক্যামেরা। আধুনিক স্মার্টফোনে যুক্ত হয়েছে উন্নত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং নানা রকম ম্যানুয়াল সেটিংস, যার ফলে চাইলে অনেকটা ডিএসএলআর মানের ছবি তুলতে পারা সম্ভব। তবে শুধু ফোনের ফিচার থাকলেই হবে না, সঠিক কৌশল জানা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি সহজ নিয়ম মেনে চললে মোবাইলেই পাওয়া যাবে ডিএসএলআরের মতো নিখুঁত ছবি। চলুন, জেনে নেওয়া যাক সেই ৫ কৌশল— ১. সঠিক আলোর ব্যবহার করুন ফটোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো আলো। সকালবেলা বা বিকেলের শেষ ভাগে যখন আলো নরম ও উষ্ণ থাকে, তখন ছবি তুললে তা স্বাভাবিকভাবে সুন্দর আসে। যতটা সম্ভব প্রাকৃতিক আলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। বেশি ফ্ল্যাশ ব্যবহার করলে ছবির আসল রঙ বিকৃত হয়ে যেতে পারে, ত্বকের টোনও অস্বাভাবিক দেখাতে পারে। ২. প্রো মোড ব্যবহার করুন স্মার্টফোনে থাকা ‘প্রো’ বা ‘ম্যানুয়াল’ মোড ব্যবহার করে আলোর পরিমাণ, গতি ও রঙের ভারসাম্য সরাসরি নিয়ন্ত্রণ করা যায়। আর তাই ছবি তোলার আগে আইএসও, শাটার স্পিড, হোয়াইট ব্যালান্স ও ম্যানুয়াল ফোকাস ব্যবহার করে কাঙ্ক্ষিত আবহ তৈরি করতে হবে। ৩. পোর্ট্রেট মোড ব্যবহার করুন ডিএসএলআর ক্যামেরার বোকেহ ইফেক্টের কথা অনেকেই জানেন। বোকেহ ইফেক্টে বিষয়বস্তু স্পষ্ট থাকলেও পটভূমি ঝাপসা হয়ে যায়। স্মার্টফোনের পোর্ট্রেট মোড ব্যবহার করেও এই অভিজ্ঞতা পাওয়া সম্ভব। এআই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে বিষয় ও পটভূমি শনাক্ত করে এবং প্রয়োজনীয় গভীরতা তৈরি করে, ফলে ছবির বিষয়বস্তু আরও স্পষ্ট হয়ে ওঠে। ৪. সিন ডিটেকশন সুবিধা কাজে লাগান স্মার্টফোন ক্যামেরার আরেকটি বিশেষ সুবিধা হলো ‘সিন ডিটেকশন’। এই প্রযুক্তি খাবার, প্রকৃতি, প্রাণী, সূর্যাস্ত কিংবা রাতের ছবি—যাই হোক না কেন, স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করে। এরপর ছবির রঙ, উজ্জ্বলতা ও কনট্রাস্ট মিলিয়ে সেরা আউটপুট দেয়। ফলে আলাদা করে সেটিংস নিয়ে চিন্তা করার প্রয়োজন পড়ে না। ৫. ফোকাস ঠিক রাখুন ও লেন্স পরিষ্কার করুন স্মার্টফোনে ছবি তোলার সময় স্ক্রিনে যেখানে ট্যাপ করা হয়, ক্যামেরা সেখানেই ফোকাস করে। তাই কাঙ্ক্ষিত জায়গায় সঠিকভাবে ট্যাপ করে ফোকাস ঠিক করা জরুরি। পাশাপাশি লেন্সে আঙুলের ছাপ, ধুলো কিংবা তেলতেলে আস্তরণ পড়লে ছবি ঝাপসা হয়ে যায়। তাই ছবি তোলার আগে নরম কাপড় দিয়ে লেন্স মুছে নেওয়া অভ্যাস করলে ছবির মান আরও অনেক ভালো হবে। সূত্র : টেকলুসিভ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow