সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল ফোনে চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার থানা বাজার এলাকায় মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করে বর্ণি ও কাঠালবাড়ি এলাকার লোকজন।
বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ জড়ায় দুইপক্ষ। সংঘর্ষে বেশকিছু দোকানপাট ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
পরে দুপুর ২টার দিকে সিলেট থেকে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বিকেল ৩টা পর্যন্ত পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে থানা বাজার এলাকায় একটি দোকানে মোবাইল ফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুই যুবকের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। পরে রাত ৯টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ চলে। এতে আহত হয়ে অন্তত ২০ জন উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনার জেরে রোববার সকাল ১০টায় বর্নি এলাকার লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন। বেলা ১১টচার দিকে শত শত মানুষ ১০ কিলোমিটার সড়ক পায়ে হেঁটে থানা বাজার এলাকায় অবস্থান নেন। অপরদিকে থানা বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয় কাঁঠালবাড়ির লোকজন। দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ জড়ায় দুই পক্ষে এতে থানাবাজার বিভিন্ন দোকানপাট ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বারবার চেষ্টা করেও সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। পরে দুপুর ২টায় সিলেট থেকে সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিকাল ৩টা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা কাজ করছেন।
জেএএইচ/আহমেদ জামিল/জেআইএম