মোল্লা কলেজের সঙ্গে কোনো ঝামেলা নেই, উসকানি দিয়েছে ‘ইউসিবি’

1 month ago 14

রাজধানীর ডেমরায় অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের ঝামেলা ‘আগেও ছিল না’ এবং ‘এখনো নেই’ বলে দাবি করেছেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ- দেশের সব কলেজের মোর্চা ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ (ইউসিবি) নামের কথিত সংগঠনের উসকানিতে ভাঙচুর-লুটপাট ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান কলেজটির শিক্ষার্থীরা। আগামীতে কোনো ধরনের ঝামেলায় না জড়ানোর জন্যও কলেজের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, সুযোগ বুঝে তৃতীয়পক্ষ উসকানি দিয়ে ঢাকার কলেজগুলোতে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করছে। কলেজে প্রবেশ করে ভাঙচুর-লুটপাট নিন্দনীয়। সংঘর্ষে না জড়িয়ে শান্তি রক্ষার আহ্বান জানান তারা।

তৃতীয় পক্ষের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাহিম ইসলাম বলেন, ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ (ইউসিবি) নামে একটি সংগঠন তৃতীয়পক্ষ হিসেবে কাজ করে আসছে। মোল্লা কলেজের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নেই, ছিলও না। ইউসিবি মূলত এ দ্বন্দ্ব বাধানোর সঙ্গে সম্পৃক্ত।

জানা গেছে, মোল্লা কলেজের এইচএসসির শিক্ষার্থী অভিজিত হালদার ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন। এ ঘটনা ঘিরে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রোববার (২৪ নভেম্বর) মেগা সানডে কর্মসূচি দিয়ে সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান মোল্লা কলেজের শিক্ষার্থীরা।

পরদিন সোমবার (২৫ নভেম্বর) নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মেগা মানডে ঘোষণা দিয়ে মিছিল নিয়ে মোল্লা কলেজে ভাঙচুর-লুটপাট চালান। এসময় দফায় দফায় সংঘর্ষে দুই পক্ষের শতাধিক শিক্ষার্থী আহত হন।

এএএইচ/এমআইএইচএস

Read Entire Article