মোশন পোস্টারে জানা গেল টগরের নায়িকা পূজা 

7 hours ago 4
আলোক হাসান পরিচালিত নতুন বছরের শুরুতে ঘোষিত সিনেমা টগরের মোশন পোস্টার প্রকাশ পেয়েছে। আর এই মোশন পোস্টার প্রকাশের পর জানা গেল টগর সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরি।  অবশ্য তার আগেই নিশ্চিত হয়েছিল সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন আদর আজাদ। এর আগে জানুয়ারির ১ তারিখে আদর আজাদ ও দীঘিকে রেখে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়েছিল। এ আর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটিতে আদর, পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।  ২৫ তারিখে ক্যামেরা ওপেন হলেও শুটিংয়ের উদ্দেশ্যে পুরো ইউনিট ঢাকা ছেড়েছে দুদিন আগেই। শুটিং ও নায়িকা পরিবর্তন প্রসঙ্গে সিনেমার পরিচালক আলোক হাসান জানান, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। তবে আমি মনে করি পূজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’  আদর আজাদ বলেন, ‘আসলে গত চার মাস যাবত এই প্রজেক্টের সঙ্গে ওঠাবসা। মাঝখানে কেবল পিনিকের শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে, গোটা ইউনিট, প্রোডাকশন কাজটা নিয়ে দারুণ আশাবাদী।’  পূজা চেরি বলেন, ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। এনাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিংয়ের কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ হয়, আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই। স্ক্রিপ্ট ডক্টরিং ও রিডিং সেশনে গল্পটিও ভিন্নমাত্রা পেয়েছে।’ 
Read Entire Article