মোস্তাফিজ ইস্যুতে এবার পরিস্কার বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও আইপিএল ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এই ঘটনার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বা স্বার্থসংশ্লিষ্ট সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন তিনি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “আইপিএল থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্রীড়া মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটিকে সমর্থন করি। তবে এর সঙ্গে ভারতের সঙ্গে চলমান স্বার্থসংশ্লিষ্ট ও বাণিজ্যিক বিষয়গুলো আলাদা এবং সেগুলো অব্যাহত থাকবে।” ভারতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৌহিদ হোসেন বলেন, “ভারত যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে পুরো একটি দলের নিরাপত্তা তারা কীভাবে দেবে—সে বিষয়ে আমাদের বিশ্বাস তৈরি হয় না।” তিনি জানান, এই পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে বর্তমানে ভারতে অবস্থিত বাংলাদেশের তিনটি মিশন থেকে ভিসা ইস্যু
ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও আইপিএল ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এই ঘটনার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বা স্বার্থসংশ্লিষ্ট সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, “আইপিএল থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্রীড়া মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটিকে সমর্থন করি। তবে এর সঙ্গে ভারতের সঙ্গে চলমান স্বার্থসংশ্লিষ্ট ও বাণিজ্যিক বিষয়গুলো আলাদা এবং সেগুলো অব্যাহত থাকবে।”
ভারতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৌহিদ হোসেন বলেন, “ভারত যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে পুরো একটি দলের নিরাপত্তা তারা কীভাবে দেবে—সে বিষয়ে আমাদের বিশ্বাস তৈরি হয় না।”
তিনি জানান, এই পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে বর্তমানে ভারতে অবস্থিত বাংলাদেশের তিনটি মিশন থেকে ভিসা ইস্যু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়। “অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা এবং ইমিগ্রেশন–সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে এ সিদ্ধান্ত এসেছে। এর দায় আগের সরকারগুলোকেও নিতে হবে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, বরং যেসব দেশের ইমিগ্রেশন রেকর্ডে সমস্যা রয়েছে তাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। বিষয়টি সমাধানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিকভাবে চেষ্টা চালাবে বলেও জানান তিনি।
What's Your Reaction?