শনিবার আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলেই ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। লক্ষ্য আজ রোববার আইপিএলের ফ্র্যাঞ্জাইজি দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়া।
রোববার সফলভাবেই দিল্লি শিবিরে যোগ দিয়েছেন মোস্তাফিজ। বাঁহাতি টাইগার পেসারকে দলে নিয়েই একাদশ সাজিয়েছে দিল্লি। টেবিলের ভালো অবস্থানে থাকা গুজরাট টাইটানসের বিপক্ষে আজ টস হেরে আগে ব্যাটিং করবে মোস্তাফিজের দিল্লি।
এর আগে মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে ভিড়ায় দিল্লি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দিল্লির হয়ে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচের খেলার ছাড়পত্র (এনওসি) পান মোস্তাফিজ।
প্লে-অফের দৌড়ে থাকা দিল্লি ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে।
বিস্তারিত আসছে...
এমএইচ/জিকেএস