মোহামেডান সমর্থক দলের নতুন কমিটি

1 month ago 29
মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম আলমগীর এবং সাধারণ সম্পাদক পদে এফ এম রফিক উদ্দিন পুনরায় নির্বাচিত হয়েছেন। সোমবার কেন্দ্রীয় কমিটির এক বিশেষ জরুরী সভায় দলীয় নতুন গঠনতন্ত্র গৃহীত হয়েছে। সেখানে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ মেয়াদের জন্য ৪১ সদস্য বিশিষ্ট মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহসভাপতি মনোনীত হয়েছেন হাবিবুর রশীদ হাবিব। সহসভাপতি মনোনীন হন মো. নুরুল হক মোল্লা, হাজী মো. আবু তাহের, মেসবাহউদ্দিন আহমেদ রেজা, জুবায়ের কবীর চৌধুরী নিপু, প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন, ফজলে রুবাইয়াত পাপ্পু ও রোকনুজজামান দিপু। কমিটির অন্যান্য পদে আছেন মো. আনিছুর রহমান বাবু ও গিয়াস উদ্দিন মানিক (যুগ্ম সম্পাদক), মো. নাসির উদ্দিন বাবু (সাংগঠনিক সম্পাদক), সফিউদ্দিন আহমেদ সেন্টু, মুহাম্মদ আব্দুস সাত্তার ও মো. আল আমিন (সহ. সাংগঠনিক সম্পাদক), মো. এরশাদুল আলম (অর্থ সম্পাদক), ফারুক আহম্মদ পিজু (সহ. অর্থ সম্পাদক), মামুন হোসেন ভূঁইয়া (প্রচার সম্পাদক), রেজাউল মাওলা সাদেক ও মো. জসিম উদ্দিন (সহ. প্রচার সম্পাদক), গাজী সাব্বির আহমেদ নিশাদ (দপ্তর সম্পাদক), মো. নুরুজ্জামান পলাশ ও মো. শামীম চৌধুরী ((সহ. দপ্তর সম্পাদক), আহমেদ আলী (ক্রীড়া সম্পাদক), জাকির হোসেন (সাংস্কৃতিক সম্পাদক), শফিকুল ইসলাম শফিক (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক) এবং আনোয়ার হোসেন (সমাজকল্যাণ সম্পাদক)। সদস্য হিসেবে আছেন মোতাহারুল হক, মাজহারুল ইসলাম শিহাব, এস.এম.ফাহিম আহমেদ, হালিমুর রিপন, এহসানুল হক ফুয়াদ, আমিনুল ইসলাম, সোহেল আরমান, মো. জুয়েল, হারুন অর রশিদ, জসিম উদ্দিন, আজহার উদ্দিন তাহিয়ান, কিবরিয়া জিলানি পলক ও মো. আসিফ।
Read Entire Article