মোহামেডানকে স্তব্ধ করে নতুন শুরু কিংসের

2 months ago 29

আগের মৌসুমে ট্রেবল জিতেছিল বসুন্ধরা কিংস। নতুন মৌসুমও শুরু করলো শিরোপা জিতে। ঘরোয়া ফুটবলের নতুন এই টুর্নামেন্টের নামও বাংলাদেশ ২.০। নতুন বাংলাদেশে নতুন টুর্নামেন্ট। আর সেই ট্রফি জিতে নতুন করেই শুরু করলো কিংস।

শুক্রবার নিজেদের মাঠ কিংস অ্যারেনায় মোহামেডানকে ৩-১ গোলে হারিয়েছে কিংস। নতুন টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখে রাখলো তারা। যাদের ডাগআউটে ছিলেন নতুন কোচ রোমানিয়ান ভ্যালেরিউ তিতা।

এএফসি চ্যালেঞ্জ লিগে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হেরেছিল কিংস। নতুন কোচ তিতের অভিষেকটা সুখকর ছিল না। তবে তিনি ঘরোয়া ফুটবল শুরু করলেন জয় ও ট্রফি হাতে তুলে। এ মাসেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। পরের মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ফেডারেশন কাপ। আসল প্রতিযোগিতা শুরুর আগে নতুন ট্রফি জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন তপু-মিগুয়েলরা।

গত মৌসুমে কিংসের কাছে তিনটি ট্রফিই হারাতে হয়েছিল মোহামেডানকে। এবারও হলো তাই। টানা চারটি রানার্সআপ। তবে এ ম্যাচে সাদা-কালো সমর্থকদের শুরুতেই জাগিয়ে তুলেছিলেন আলফাজ বাহিনী। অধিনায়ক সোলেমান দিয়াবাতে স্তব্ধ করে দিয়েছিলেন কিংসের সমর্থকদের। মালির এই ফরোয়ার্ড গোল করেছিলেন ৭ মিনিটে।

১-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচ দ্বিতীয়ার্ধে ভোজবাজির মতো বদলে দেয় কিংস। তিন তিনটি গোল করে ম্যাচের স্কোর বানিয়ে ফেলে ৩-১। প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিগেই নতুন মৌসুম শুরু করলো নতুন কোচ তিতার বসুন্ধরা কিংস।

শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয় স্বাধীন বাংলা ফুটবল দলের প্রয়াত অধিনায়ক জাকারিয়া পিন্টু ও বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানোদের স্মরণে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ, মীর মুগ্ধদের ছবি, গ্রাফিতিতে গ্যালারিতে ফুটিয়ে তোলা হয় বিপ্লবের প্রতিচ্ছবি।

কিংসের জয় হতে পারতো আরো বড় ব্যবধানে। গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম সুযোগ নষ্ট করেছেন। ফাঁকা পোস্টে বল পাঠাতে পারেননি বদলি হিসেবে মাঠে নামা মোরসালিন। মোহামেডানও সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার পরপরই ব্যবধান দ্বিগুণ করতে। আক্রমণভাগের খেলোয়াড়রা প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারেননি।

শুরুতে এগিয়ে যাওয়ার পর মোহামেডানের কৌশল ছিল রক্ষণভাগ মজবুত করা। হবে সমতা আসার পরই আলফাজ আহমেদ আক্রমণভাগের শক্তি বাড়ান। তাতে কাজ হয়নি। মোহামেডানের আক্রমণাত্মক কৌশল বুমেরাং হয় কিংসের কৌশলে। আরো দুটি গোল আদায় করে ম্যাচ নিজেদের করে নেন তপু-বর্মনরা।

রানার্সআপ মোহামেডান প্রাইজমানি হিসেবে পেয়েছে ৫ লাখ টাকা। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পেয়েছে ট্রফির পাশাপাশি ২০ লাখ টাকা।

আরআই/এমএইচ/এএসএম

Read Entire Article