মোহাম্মদপুরে জামায়াতের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ

2 months ago 7

ঢাকা-১৩ আসনের জনগণের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ জুন) দলটির মোহাম্মদপুর পূর্ব থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

থানা জামায়াতের আমির মশিউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনিসুর রহমানের সঞ্চালনায় জনকল্যাণমূলক কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জোন টিমের সদস্য আব্দুল ওয়াজেদ কিরণ, শফিউর রহমান, অ্যাডভোকেট আজহার মুন্সি ও এস এম আব্দুল হান্নান।

মোহাম্মদপুরে জামায়াতের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ

এছাড়া থানা জামায়াতের কর্মপরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাদী, মাওলানা সিরাজুল ইসলাম, হাওলাদার আহমদ আলী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, এই গ্রীষ্মকালে জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ একটি সময়োপযোগী মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও জামায়াতে ইসলামী এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান নেতারা।

এএএম/এমআরএম/জেআইএম

Read Entire Article