মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

3 months ago 8

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার (১৪ জুন) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মেহেদী হাসান (২৩), সেন্টু (২২), ইয়াসিন (২৪), ইসরাফিল হোসেন (১৯), সোহান চৌধুরী সামীর (২২), ফরহাদ হোসেন (২০), নাঈম (২১), জসিম (পরোয়ানাভুক্ত), সাইফুদ্দিন সেলিম (পরোয়ানাভুক্ত), সানি ওরফে গনি (পরোয়ানাভুক্ত), বকিল হোসেন (পরোয়ানাভুক্ত)।

শুক্রবার (১৩ জুন) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে দ্রুত বিচার আইনে ৬ জন, মাদক মামলায় ১ জন এবং পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন ৪ জন।

গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এএমএ/এমএস

Read Entire Article