মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৩

3 months ago 40

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- রুবেল (২৯), রব (২৬), হোসেন (২৬), হাবিব (২৫), হুমায়ুন কবির (৩০), ওবায়দুল (৩১), মাসুদ (২৯), জাহিদ (২০), রাসেল (২৬), জাকির (২৫), মিলন (২৮), সুফিয়ান(৩৪) ও হিমু আক্তার (২৮)।

গতকাল বুধবার (২৮ মে) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন, ডিএমপির মামলায় ৯ জন এবং ওয়ারেন্টভুক্ত দুজন।

গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমকেআর/এএসএম

Read Entire Article