মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

2 months ago 8

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১৭ জুন) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- সরওয়ার জাহান বাদশা (৬৩), সুজন (১৯), মজিবুল হক রুবেল (২৭), আরাফাত (২৭), মেহেদী (২২), শামীম (২২), আতিয়ার রহমান সিয়াম (২৮), আল আমিন (২২), সাঈদ (২৯), রাসেল(৩৫), আকাশ (২৮), আকাশ (৩০), শাহিন (২১), সনিয়া(৩৯), পারভীন ফাতেমা (৫৫) এবং রতন(২৭)।

গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৭ জন, দ্রুত বিচার আইনে ৩ জন, ডিএমপি মামলায় ১ জন, খুনের মামলায় ১ জন এবং অন্যান্য ২ জন।

গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article