মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা; আদালতে রহস্য উন্মোচনের নির্দেশ

ঢাকার মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা মামলায় গৃহকর্মীকে আসামি করে দায়ের করা মামলায় আদালত তদন্ত প্রতিবেদন আগামী ১৩ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ মামলার এজাহার আসে। আদালত তা গ্রহণ করে সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক শহিদুল ওসমান মাসুদকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ৫ ডিসেম্বর থেকে আসামি আয়েশা বাদীর বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। ৮ ডিসেম্বর সকালে অনুমান ৭টার সময় তিনি নিজের কর্মস্থলে উত্তরায় চলে যান। কয়েকবার স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ায় সকাল ১১টার দিকে বাসায় ফিরে আসেন। বাসায় এসে তিনি দেখেন, তার স্ত্রী লায়লা ও মেয়েকে গুরুতর জখম অবস্থায় মৃত অবস্থায় পড়ে আছে। মেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদী জানিয়েছেন, বাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আয়েশা সকাল ৭:৫১ মিনিটে বাসায় আসে এবং ৯:৩৫ মিনিটে মেয়ের মোবাইল,

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা; আদালতে রহস্য উন্মোচনের নির্দেশ

ঢাকার মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা মামলায় গৃহকর্মীকে আসামি করে দায়ের করা মামলায় আদালত তদন্ত প্রতিবেদন আগামী ১৩ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ মামলার এজাহার আসে। আদালত তা গ্রহণ করে সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক শহিদুল ওসমান মাসুদকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ৫ ডিসেম্বর থেকে আসামি আয়েশা বাদীর বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। ৮ ডিসেম্বর সকালে অনুমান ৭টার সময় তিনি নিজের কর্মস্থলে উত্তরায় চলে যান। কয়েকবার স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ায় সকাল ১১টার দিকে বাসায় ফিরে আসেন। বাসায় এসে তিনি দেখেন, তার স্ত্রী লায়লা ও মেয়েকে গুরুতর জখম অবস্থায় মৃত অবস্থায় পড়ে আছে। মেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাদী জানিয়েছেন, বাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আয়েশা সকাল ৭:৫১ মিনিটে বাসায় আসে এবং ৯:৩৫ মিনিটে মেয়ের মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে চলে যায়। ফুটেজের সময়সীমার মধ্যে তার স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow