মোহাম্মদপুরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

1 month ago 27

রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়া বিএনপি ও লালমাটিয়া যুব সংঘের আয়োজনে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় লালমাটিয়া সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মহাসচিব মোস্তফা জামান মোস্তফা, সাবেক ছাত্র ও যুবদল নেতা মনিরুজ্জামান মনির।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ইরান, শেরে বাংলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ জামাল বাবু, আদাবর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক শাকিল মোল্লা শাফি, মোহাম্মদপুর থানা যুবদল নেতা শফিউল্লাহ সরকার লিটনসহ আদাবর থানা জাতীয়তাবাদী বিএনপির বিভিন্ন স্তরের নেতারা।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সভাপতি জাহিদ হোসেন মোড়ল।

অনুষ্ঠান শেষে আতাউর রহমান বলেন, আমরা মোহাম্মদপুর এলাকায় কোনো সন্ত্রাস বা কিশোর গ্যাং দেখতে চাই না। আসুন সবাই মিলে একটি সুষ্ঠু সমাজ গড়ে তুলি। আপনারা খেলাধুলা করেন, সমাজকে বদলে দিন। আগামীতে আপনারাই দেশের ভবিষ্যৎ। সুন্দর দেশ গড়তে আপনাদের প্রয়োজন।

Read Entire Article