মোহাম্মদপুরের চিহ্নিত ছিনতাইকারী ও মাদককারবারি গ্রেফতার

3 months ago 8

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদককারবারি জনি-রবিন গ্রুপের দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতাররা হলেন- মো. নাসির খান জনি (২৫) ও মো. রিপন মিয়া (২৪)।

শনিবার (৩১ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

সিটিটিসির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার সিটিটিসি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা, বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে মো. নাসির খান জনি এবং মো. রিপন মিয়াকে গ্রেফতার করে। তারা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। একই সঙ্গে তারা কিশোর গ্যাং পরিচালনা এবং ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদককারবারের সঙ্গেও জড়িত।

তিনি বলেন, গ্রেফতার মো. নাসির খান জনি মোহাম্মদপুর ও আদাবর থানার একাধিক মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি।

গ্রেফতারদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তালেবুর রহমান।

কেআর/ইএ

Read Entire Article