মৌলভীবাজারের কোরবানির হাটে আলোচনায় এসেছে বিশালাকৃতির দুই ষাঁড় ‘রাজকুমার’ এবং ‘সুলতান’। সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সেওয়াইজুড়ি গ্রামের জাহাঙ্গীর লন্ডনীর বাড়িতে ষাঁড় দুটি লালন-পালন করা হয়েছে।
বিশাল দেহের রাজকুমারের দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট। উচ্চতা ৬ ফুট। আর এক বছরের ছোট সুলতানের উচ্চতা প্রায় ৫ ফুট। দৈর্ঘ্য প্রায় সাড়ে ৭ ফুট। ষাঁড় দুটির দাম হাঁকা হচ্ছে ১৭ লাখ টাকা।
রাজকুমারের ওজন প্রায় ৬৬০ কেজি (১৬ মণ) আর সুলতানের ওজন ৩৬০ কেজি (৯ মণ)। প্রতিদিন তিনবার গোসল করাতে হয় তাদের। খাবারে তালিকায় রয়েছে গমের ভুসি, চালের গুঁড়া, খড়, খৈল, খেসারি, ছোলা ও কাঁচা ঘাস। রাজকুমারের খাবারে প্রতিদিন ১০০০ থেকে ১২০০ টাকা আর সুলতানের জন্য ৭০০ থেকে ৯০০ টাকা খরচ হয়।
রাজকুমার খুব আদুরে। আদর না করলে গর্জন করে, আবার গায়ে হাত রাখলেই শান্ত হয়ে যায়। কখনো কাউকে আঘাত করে না। অনেক শান্ত স্বভাবের।

ষাঁড় দুটির মালিক রুমেল আহমদ বলেন, ‘সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে গরু দুটি বড় করা হয়েছে। দুটি গরুই শান্ত স্বভাবের। এদের দাম চাচ্ছি ১৭ লাখ টাকা। তবে দামাদামির সুযোগ আছে।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান জানান, ভারতীয় গরু কোনোভাবে যাতে প্রবেশ করতে না পারে, এজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর পর্যাপ্ত গবাদিপশু লালন-পালন করা হয়েছে।
ওমর ফারুক নাঈম/এসআর/জেআইএম

 4 months ago
                        14
                        4 months ago
                        14
                    








 English (US)  ·
                        English (US)  ·