ম্যাচ খেললেও, পাক-ভারত লড়াইয়ে রয়েছে বিসিসিআইয়ের ‘অদৃশ্য বয়কট’

11 hours ago 5
চলমান এশিয়া কাপের সবচেয়ে আলোচিত ম্যাচ মানেই ভারত-পাকিস্তান লড়াই। তবে এবারের দ্বৈরথের রঙ কিছুটা ফিকে হতে চলেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের অবস্থানের কারণে। ভারতীয় গণমাধ্যম দৈনিক জাগরণ জানিয়েছে, দুবাইয়ে অনুষ্ঠিতব্য ম্যাচে উপস্থিত থাকবেন না বেশিরভাগ বিসিসিআই কর্তা—যা কার্যত এক ধরনের ‘অদৃশ্য বয়কট’। ভারত এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজক হলেও সীমান্তে উত্তেজনা এবং পেহেলগাম সন্ত্রাসী হামলার পর রাজনৈতিক টানাপোড়েনের জেরে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে টুর্নামেন্টের ম্যাচগুলো। সেই প্রেক্ষাপটে ভারতের অনেক সমর্থকও পাকিস্তানের বিপক্ষে খেলায় আপত্তি জানিয়ে বয়কটের দাবি তুলেছেন। রিপোর্ট বলছে, এখনো কোনো শীর্ষ বিসিসিআই কর্মকর্তা দুবাই পৌঁছাননি। ম্যাচের দিন স্টেডিয়ামে কেবল একজন কর্মকর্তার থাকার সম্ভাবনা রয়েছে। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য হিসেবে রাজীব শুক্লা উপস্থিত থাকতে পারেন, তবে বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া কিংবা আইসিসি চেয়ারম্যান জয় শাহের ম্যাচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এর আগে চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচে শীর্ষ বিসিসিআই কর্তারা মাঠে উপস্থিত ছিলেন। তবে এবারের পরিবেশ একেবারেই ভিন্ন, ফলে সেসব দৃশ্য দেখা যাবে না। তবে মাঠের খেলায় ভারত এখনো ফেভারিট। শুভমান গিল, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মার মতো ব্যাটার আর জাসপ্রীত বুমরাহর গতির ঝলক পাকিস্তানকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। স্পিন বিভাগে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মতো বিকল্পও রয়েছে। অন্যদিকে নতুন অধিনায়ক সালমান আলি আগার নেতৃত্বে পাকিস্তান দলে এসেছে পরিবর্তন। বাবর আজম-রিজওয়ান নির্ভরতা থেকে বেরিয়ে সাইম আয়ুব, হাসান নওয়াজদের মতো তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। অঘটনের সম্ভাবনা সবসময়ই থাকে টি-টোয়েন্টিতে, তবে কাগজে-কলমে শক্তির দিক থেকে অনেকটা এগিয়ে ভারতই।
Read Entire Article