ম্যাচ খেলার পর হাসপাতালে ভর্তি ভারতের তারকা ক্রিকেটার

সৈয়দ মুশতাক আলি ট্রফির (এসএমএটি) ম্যাচ খেলার কয়েক ঘণ্টার মধ্যেই গুরুতর শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে। মুম্বাইয়ের হয়ে রাজস্থানের বিপক্ষে সুপার লিগ ম্যাচ খেলার পর তীব্র পেটব্যথায় আক্রান্ত হন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, ম্যাচ চলাকালীনই পেটের অস্বস্তিতে ভুগছিলেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। তবে খেলা শেষ হওয়ার পর ব্যথা আরও বেড়ে গেলে দ্রুত তাঁকে পুনের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার আদিত্য বীরলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জয়সওয়ালের শরীরে অ্যাকিউট গ্যাস্ট্রোএনটেরাইটিস ধরা পড়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর যশস্বীকে শিরায় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফি (ইউএসজি) ও সিটি স্ক্যানও করানো হয়েছে। চিকিৎসকেরা আপাতত তাঁকে পর্যাপ্ত বিশ্রাম ও নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন। অসুস্থতা নিয়েও ওই ম্যাচে মাঠে নেমেছিলেন জয়সওয়াল। লক্ষ্য তাড়ায় তিনি ১৬ বলে ১৫ রান করেন। রাহানের অপরাজিত ৭২ ও সরফরাজের ঝড়ো ২২ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে মুম্বাই ২১৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে, যদিও পরবর্তীতে টুর্নামেন্ট থেকে বিদায় নিত

ম্যাচ খেলার পর হাসপাতালে ভর্তি ভারতের তারকা ক্রিকেটার

সৈয়দ মুশতাক আলি ট্রফির (এসএমএটি) ম্যাচ খেলার কয়েক ঘণ্টার মধ্যেই গুরুতর শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে। মুম্বাইয়ের হয়ে রাজস্থানের বিপক্ষে সুপার লিগ ম্যাচ খেলার পর তীব্র পেটব্যথায় আক্রান্ত হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, ম্যাচ চলাকালীনই পেটের অস্বস্তিতে ভুগছিলেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। তবে খেলা শেষ হওয়ার পর ব্যথা আরও বেড়ে গেলে দ্রুত তাঁকে পুনের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার আদিত্য বীরলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জয়সওয়ালের শরীরে অ্যাকিউট গ্যাস্ট্রোএনটেরাইটিস ধরা পড়েছে।

হাসপাতালে ভর্তি হওয়ার পর যশস্বীকে শিরায় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফি (ইউএসজি) ও সিটি স্ক্যানও করানো হয়েছে। চিকিৎসকেরা আপাতত তাঁকে পর্যাপ্ত বিশ্রাম ও নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন।

অসুস্থতা নিয়েও ওই ম্যাচে মাঠে নেমেছিলেন জয়সওয়াল। লক্ষ্য তাড়ায় তিনি ১৬ বলে ১৫ রান করেন। রাহানের অপরাজিত ৭২ ও সরফরাজের ঝড়ো ২২ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে মুম্বাই ২১৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে, যদিও পরবর্তীতে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় দলটিকে।

ম্যাচজুড়েই যশস্বীকে অস্বস্তিতে দেখা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ম্যাচ শেষে পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত চিকিৎসা নেওয়া হয়। এ বিষয়ে এখনো বিসিসিআই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তবে শিগগিরই হালনাগাদ তথ্য জানানো হতে পারে।

সবশেষ সময়ে দারুণ ফর্মে ছিলেন জয়সওয়াল। চলমান এসএমএটি আসরে তিন ম্যাচে ১৪৫ রান করেছেন তিনি, গড় ৪৮.৩৩ ও স্ট্রাইক রেট ১৬৮-এর বেশি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিন ম্যাচে ১৫৬ রান করেন, যেখানে ছিল তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি।

বর্তমানে ভারতের টি-টোয়েন্টি দলে না থাকায় এবং সামনে তাত্ক্ষণিক কোনো আন্তর্জাতিক সূচি না থাকায়, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য যথেষ্ট সময় পাবেন যশস্বী—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow