ম্যাচ চলাকালীন হৃদরোগে লঙ্কান ক্রিকেটারের বাবার মৃত্যু

8 hours ago 6
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের পরিবারে নেমে এলো শোকের ছায়া। তরুণ ক্রিকেটারের বাবা সুরঙ্গা ভেল্লালাগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটে শ্রীলঙ্কা-আফগানিস্তান গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন সময়ে। টেলিভিশনে খেলা দেখছিলেন সুরঙ্গা। শেষ ওভারে দুনিথকে টানা পাঁচটি ছক্কা হাঁকান আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। প্রিয় ছেলের এমন আঘাত সহ্য করতে না পেরে তীব্র বুকে ব্যথা অনুভব করেন সুরঙ্গা। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি তাকে। এমনটাই জানিয়েছে লঙ্কাসারা.কম এই মর্মান্তিক খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে লঙ্কান ক্রিকেট মহলে। শোকস্তব্ধ হয়ে পড়েছে সতীর্থ ক্রিকেটাররা। ২২ বছর বয়সী দুনিথকে শ্রীলঙ্কার আগামী দিনের অন্যতম সেরা সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হয়। বাবার অকাল মৃত্যু তার মানসিক শক্তির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। এদিন ম্যাচে শ্রীলঙ্কা অবশ্য জয়ের হাসি উপহার দেয় সমর্থকদের। ১৭০ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে ৮ বল আগেই টপকে যায় লঙ্কানরা। তবে মাঠের সাফল্য ঢেকে দিয়েছে মাঠের বাইরের শোকের মেঘ। উল্লেখ্য, সুরঙ্গা ভেল্লালাগেও ছিলেন প্রতিভাবান ক্রিকেটার। ১৯৮০-এর দশকে প্রিন্স অব ওয়েলস কলেজের অধিনায়কত্ব করেছিলেন তিনি। ছেলের ক্রিকেটার হওয়ার পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য। শ্রীলঙ্কা দলের জয়ের আনন্দের মাঝেও এই অকাল মৃত্যু ক্রিকেটপ্রেমীদের চোখে এনে দিয়েছে অশ্রু। এখন প্রশ্ন একটাই—এমন গভীর ব্যক্তিগত শোকের মাঝেও কীভাবে সামলে দাঁড়াবেন তরুণ দুনিথ ভেল্লালাগে?
Read Entire Article