ম্যাচ ড্র হলে ভীষণ বিরক্ত হন মেসি, কিন্তু কেন?

1 month ago 27
সাধারণত ফুটবলে কখনো ম্যাচ জিততে না পারলে ড্র করেই খুশি থাকে ফুটবল দল ও খেলোয়াড়েরা। তবে এই তালিকার বাইরেও এমন অনেক আছেন যাদের কাছে ফুটবলে ড্র মেনে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। এই মনোভাবের অধিকারী হলেন ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এমনটাই জানিয়েছেন ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ জুলিয়ান গ্রেসেল। তিনি সম্প্রতি জানিয়েছেন, খেলায় ড্র হলে ভীষণ বিরক্ত হন মেসি। সবচেয়ে সফল ফুটবলারের উচ্চ মানদণ্ড আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার, যিনি আটবার ব্যালন ডি’অর জিতেছেন, তার খেলার প্রতি নিবেদন ও প্রত্যাশা তাকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে। ৩৭ বছর বয়সেও মেসির জয়ের ক্ষুধা অপরিবর্তিত রয়েছে। গ্রেসেলের মতে, মেসি সব সময়ই জয় চান, ড্র বা হার কোনোভাবেই তার কাছে গ্রহণযোগ্য নয়। গ্রেসেলের বক্তব্য ‘মেজর লিগ জার্নিম্যান’ পডকাস্টে গ্রেসেল বলেন, ‘মেসির সঙ্গে ড্রেসিং রুমে থাকা অনেক বেশি চ্যালেঞ্জিং। তিনি এমন একজন খেলোয়াড়, যিনি ইতিহাসের সবচেয়ে বেশি জয় অর্জন করেছেন। তার প্রত্যাশা সবসময় জেতা। একবার আমরা একটি ম্যাচ ড্র করেছিলাম, এবং ড্রেসিং রুমে তিনি খুব বিরক্ত ছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা ড্র করতে পারি না, এটি মেনে নেওয়া যায় না।’ নেতৃত্বের ভিন্ন ধরন মেসির সতীর্থদের মধ্যে যেমন সার্জিও বুসকেটস এবং লুইস সুয়ারেজ আছেন, যারা দলে নেতৃত্ব দেন তাদের নিজ নিজ শৈলীতে। গ্রেসেল বলেন, ‘মেসি সাধারণত সরাসরি কারো সামনে চিৎকার করেন না। তিনি চুপচাপ থাকেন, তবে যদি কিছু ভুল হয়, তিনি সেটা আলাদাভাবে এসে বলে দেন। অন্যদিকে, লুইস সুয়ারেজ একটু বেশি আবেগপ্রবণ। দলের প্রত্যেক সদস্য যেন সেরা পারফরম্যান্স দিতে পারে, সে বিষয়ে তারা স্পষ্ট বার্তা দেন।’ আগামী লক্ষ্য ২০২৫ সালে মেসি আবারও এমএলএস কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবেন। ইন্টার মায়ামি লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে, যেখানে তারা বড় শিরোপার জন্য লড়াই করবে। লিওনেল মেসির খেলায় জয়ের তীব্র চাওয়া এবং সতীর্থদের প্রতি তার চাহিদাপূর্ণ মানসিকতা দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এখন দেখার বিষয়, ইন্টার মায়ামি আগামী মৌসুমে কীভাবে এই মানসিকতা কাজে লাগায়।
Read Entire Article