ম্যাচ হেরে ডট বল খেলাকেই দুষছেন বাবর

3 months ago 57

মাত্র ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও জিততে পারলো না পাকিস্তান। ভারতের বিপক্ষে ৬ রানে হারতে হয়েছে বাবর আজমের দলকে। এই ম্যাচ হারাতে বিশ্বকাপে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে পাকিস্তানের।

ভারতের বিপক্ষে মহাশুরুত্বপূর্ণ ম্যাচে ৫৫টি বলই ডট খেলেছে পাকিস্তানি ব্যাটাররা। ম্যাচ হেরে তাই অতিমাত্রায় ডট বল খেলাকেই দুষছেন অধিনায়ক বাবর।

বাবর বলেন, ‘আমরা বোলিং ভালো করেছিলাম। কিন্তু ব্যাটিংয়ে আমরা পরপর উইকেট হারিয়েছি এবং অতিমাত্রায় ডট বল খেলেছি। কৌশলই ছিল যে এক-দুই রান করে নিবে এবং খারাপ বলে চার মারবে। কিন্তু সেই সময়ে আমরা অনেক ডট বল খেলি। শুরু থেকেই আমাদের চিন্তাভাবনা ছিল একই রকম। এবারও প্রথম ছয় ওভারে ভালো করতে পারিনি আমরা।’

ব্যাটারদের জন্য এই পিচে খেলাটা কিছুটা কষ্টসাধ্য। তবুও পিচ সম্পর্কে ইতিবাচকতাই দেখালেন বাবর।

বাবর বলেন, ‘বল ভালোই ব্যাটে আসছিল। একটু স্লো এবং বাউন্সগুলো ওভাবে হচ্ছিল না। আমাদের পরের দুই ম্যাচে জিততেই হবে। আশা করি, ভুলগুলো শুধরে আসতে পারবো আমরা।’

 

আরআর/এমএইচ/

 

Read Entire Article