ম্যাচসেরা লিটন দাস
উইকেটকিপিংয়ের সময় করেন ২টি স্টাম্পিং। আয়ারল্যান্ডের বিপক্ষে বাঁচামরার দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে। ১৭১ রান তাড়ায় লিটন দাস করলেন দারুণ এক ফিফটি। দুটি জুটিতেও নেতৃত্ব দিয়েছেন লিটন। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৬০ আর তৃতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন টাইগার দলপতি। লিটনের উইলো থেকে আসে ৩৭ বলে ৫৭ রানের ঝকঝকে এক ইনিংস। যে ইনিংসে ছিল ৩টি করে চার-ছক্কার মার। সবমিলিয়ে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তারই হাতে। এমএমআর
উইকেটকিপিংয়ের সময় করেন ২টি স্টাম্পিং। আয়ারল্যান্ডের বিপক্ষে বাঁচামরার দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে। ১৭১ রান তাড়ায় লিটন দাস করলেন দারুণ এক ফিফটি।
দুটি জুটিতেও নেতৃত্ব দিয়েছেন লিটন। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৬০ আর তৃতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন টাইগার দলপতি।
লিটনের উইলো থেকে আসে ৩৭ বলে ৫৭ রানের ঝকঝকে এক ইনিংস। যে ইনিংসে ছিল ৩টি করে চার-ছক্কার মার। সবমিলিয়ে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তারই হাতে।
এমএমআর
What's Your Reaction?