সাধারণত ম্যাচসেরার পুরস্কার হিসেবে ট্রফি কিংবা অর্থ দেওয়া হয়। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগে ম্যাচসেরা হয়ে ফরাসি ফুটবলার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু। ৫৫ কেজি আলুর বস্তা টেনে নেওয়া সহজ নয়, তাই আলুর সঙ্গে ঠেলাগাড়িও উপহার পান তিনি।
রোববার (৩ আগস্ট) নর্সশেল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় তার দল সুন্নরইউস্কে। সেই ম্যাচের প্রথম গোলটি করেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। নির্বাচিত হন... বিস্তারিত