ম্যাথু ওয়েডকে শাস্তি দিল আইসিসি

4 months ago 46

ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে হেসেখেলেই জয়লাভ করে অস্ট্রেলিয়া। বার্বাডোজে হওয়া সেই ম্যাচে ইংলিশদের ৩৬ রানে হারায় অসিরা। ম্যাচে অশোভনমূলক আচরণের জন্য অসি উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েডকে শাস্তি দিয়েছে আইসিসি।

আইসিসির আচরণবিধির নিয়ম অনুযায়ী লেভেল-১ পর্যায়ের অপরাধ করেন ওয়েড। অনুচ্ছেদ ২.৮ অনুযায়ী কোন খেলোয়াড় যদি আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠেই অসন্তুষ্টি জ্ঞাপন করে তাহলে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারে। ওয়েড রশিদ খানের একটি বল খেলে, যেটি সরাসরি রশিদ খানের হাতেই যায়। ওয়েড আশা করছিলেন আম্পায়ার সেটিকে ডেড বল ঘোষণা করবে। কিন্তু আম্পায়ার সেটি না করায় তার সঙ্গে তর্ক করতে দেখা যায় ওয়েডকে।

ম্যাচ শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শুনানির জন্য ওয়েডকে ডেকেছিলেন এবং নিজের দোষ স্বীকার করেন নেন এই বাঁ-হাতি ব্যাটার। আম্পায়ারদের সঙ্গে এমন তর্কের সর্বনিম্ন শাস্তি একটি ডিমেরিট পয়েন্ট এবং সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া ও এক-দুইটি ডিমেরিট পয়েন্ট।

আরআর/আইএইচএস

Read Entire Article