ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চার মৌসুমের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে, ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের চুক্তির ঐচ্ছিক এক বছরের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। ফলে ২০২৫-২৬ মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারেই ক্লাব ছাড়বেন ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ তারকা। নিজের বিদায়ের কথা জানিয়ে ক্যাসেমিরো বলেছেন, এখন সময় এসেছে বুঝে নেওয়ার—কখন একটি অধ্যায় শেষ করতে হয়। ইউনাইটেডের জার্সিতে বাকি সময়টুকু তিনি পূর্ণ দায়বদ্ধতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে শেষ করতে চান বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ২০২২ সালে রিয়াল মাদ্রিদ থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে ওল্ড ট্রাফোর্ডে পা রাখেন ক্যাসেমিরো। প্রিমিয়ার লিগে এসে দ্রুতই দলের মিডফিল্ডের ভিত্তি গড়ে তোলেন তিনি। প্রথম মৌসুমেই কারাবাও কাপ জয়ে বড় অবদান রাখেন এবং পরের বছর এফএ কাপ জয়ের অংশ হন। ইউনাইটেডের হয়ে তার পরিসংখ্যানও উল্লেখযোগ্য—১৪৬ ম্যাচে ২১ গোল ও ১৩ অ্যাসিস্ট। ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, ক্যাসেমিরোর লড়াকু মানসিকতা ও বড় ম্যাচে প্রভাব রাখার ক্ষমতা তাকে সমর্থকদের প্

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চার মৌসুমের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে, ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের চুক্তির ঐচ্ছিক এক বছরের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। ফলে ২০২৫-২৬ মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারেই ক্লাব ছাড়বেন ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ তারকা। নিজের বিদায়ের কথা জানিয়ে ক্যাসেমিরো বলেছেন, এখন সময় এসেছে বুঝে নেওয়ার—কখন একটি অধ্যায় শেষ করতে হয়। ইউনাইটেডের জার্সিতে বাকি সময়টুকু তিনি পূর্ণ দায়বদ্ধতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে শেষ করতে চান বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ২০২২ সালে রিয়াল মাদ্রিদ থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে ওল্ড ট্রাফোর্ডে পা রাখেন ক্যাসেমিরো। প্রিমিয়ার লিগে এসে দ্রুতই দলের মিডফিল্ডের ভিত্তি গড়ে তোলেন তিনি। প্রথম মৌসুমেই কারাবাও কাপ জয়ে বড় অবদান রাখেন এবং পরের বছর এফএ কাপ জয়ের অংশ হন। ইউনাইটেডের হয়ে তার পরিসংখ্যানও উল্লেখযোগ্য—১৪৬ ম্যাচে ২১ গোল ও ১৩ অ্যাসিস্ট। ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, ক্যাসেমিরোর লড়াকু মানসিকতা ও বড় ম্যাচে প্রভাব রাখার ক্ষমতা তাকে সমর্থকদের প্রিয় করে তোলে। মাঠে তার উপস্থিতি শুধু রক্ষণ সামলানো নয়, গুরুত্বপূর্ণ সময়ে আক্রমণেও ভারসাম্য এনে দিয়েছে। তবে ইউনাইটেড ক্যারিয়ারের মাঝপথে কঠিন সময়ও পার করতে হয়েছে তাকে। ২০২৩-২৪ মৌসুমে ফর্মহীনতার কারণে সমালোচনার ঝড় ওঠে। একসময় তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে এবং সৌদি আরব থেকে প্রস্তাবের গুঞ্জন শোনা যায়। কিন্তু ক্যাসেমিরো ইউরোপেই থেকে ঘুরে দাঁড়ানোর পথ বেছে নেন। সেই সিদ্ধান্তের ফলও মেলে। পরের মৌসুমে আবার নিজেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি। চলতি মৌসুমেও নিয়মিত একাদশে জায়গা পেয়েছেন এবং গোল-অ্যাসিস্টে অবদান রেখে দলের জন্য কার্যকর ভূমিকা পালন করছেন। মৌসুম শেষে ওল্ড ট্রাফোর্ড অধ্যায়ের পর্দা নামলেও, ক্যাসেমিরোর ক্যারিয়ারের শেষ অধ্যায় এখনো লেখা বাকি। ইউনাইটেড ছাড়ার পর তার পরবর্তী গন্তব্য কী হবে, তা নিয়ে ফুটবল বিশ্বে আগ্রহ ইতোমধ্যেই তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow