ম্যানসিটিকে কাঁদিয়ে শেষ আটে সৌদি ক্লাব আল হিলাল

2 months ago 7

শেষ বাঁশি বাজার অপেক্ষা। আল হিলাল তখন উৎসবের প্রস্তুতি নিচ্ছে। এমন সময়ে গোল। হাঁফ ছেড়ে বাঁচলো ম্যানচেস্টার সিটি। ১০৪ মিনিটের গোলে ফেরালো ৩-৩ সমতা।

আল হিলালও অবশ্য তাদের তৃতীয় গোলটি পেয়েছিল ইনজুরি টাইমেই, ৯৪ মিনিটে। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে ১০৫ মিনিট পর্যন্ত চলা ম্যাচে নাটক জমা রইলো অতিরিক্ত ৩০ মিনিটের জন্য।

সেই অতিরিক্ত সময়ে গোল করে শেষ দেখে ছাড়লো আল হিলাল। ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ৭ গোলের রুদ্ধশ্বাস এক থ্রিলারে ৪-৩ ব্যবধানে হেরে গেছে ম্যানসিটি। তাদের বিদায় করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সৌদি ক্লাব আল হিলাল।

মার্কোস লিওনার্দোর ১১৩ মিনিটের গোলে রুদ্ধশ্বাস এক জয় নিশ্চিত করে আল হিলাল। আর তাতেই সিমোনে ইনজাগির দল বিদায় করে দেয় প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটিকে, যারা কিনা নবম মিনিটে বার্নার্দো সিলভার গোলে এগিয়ে গিয়েছিল (১-০)।

প্রথমার্ধের বিরতির পরপরই মাত্র ছয় মিনিটের ব্যবধানে লিওনার্দো ও ম্যালকমের দ্রুত দুটি গোলে আল হিলাল এগিয়ে যায় (২-১)। তবে ৫৫তম মিনিটে আর্লিং হালান্ড গোল করে সিটিকে সমতায় (২-২) ফেরান।

অতিরিক্ত সময় শুরু হওয়ার চার মিনিটের মাথায় (৯৪ মিনিটে) রুবেন নেভেসের কর্নার থেকে হেড করে আল হিলালকে আবারও এগিয়ে দেন কালিদু কোলেবালি (৩-২)।

যদিও ফিল ফোডেন ১০৪ মিনিটে আবার সমতা (৩-৩) ফেরান। শেষ পর্যন্ত ৭ মিনিট বাকি থাকতে লিওনার্দোর গোলে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে সৌদি ক্লাব আল হিলাল।

কোয়ার্টার ফাইনালে আল হিলাল লড়বে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে, যারা ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে উঠেছে শেষ আটে।

এমএমআর/জেআইএম

Read Entire Article