ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনা চলবে: নির্বাচন কমিশনার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে হাতে গুণে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন কমিশন অফিসের বাইরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, গতকাল রাত থেকে আমরা হল সংসদের ভোট গণনার কাজ শুরু করি। পূর্বে অটোমেটিক্যালি ভোট গণনার সিদ্ধান্ত থাকলেও উদ্ভুত পরিস্থিতিতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আজ সকালে ভোট গণনার দায়িত্ব পালন করতে এসে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও নির্বাচনের পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর শুনে ভোট গণনার কক্ষে নির্বাচনে দায়িত্বরত পোলিং কর্মকর্তার অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় আমরা সকলেই অত্যন্ত ব্যথিত। এ পরিস্থিতিতে কয়েকঘন্টা ভোট গণনার কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে হল সংসদের ভোট গণনা কার্যক্রম প্রায় শেষের পথে। আমরা কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করেছি। আশা করি আজ রাতের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারবো।
কয়টা নাগাদ ফলাফল জানা যাবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতো দ্রুত সম্ভব, আমরা ফলাফল ঘোষণা করবো। তবে নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব নয়।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনেট ভবনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন জাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলে ভিপিপ্রার্থী আরিফ উল্লাহ।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি বলেন, জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনও চলছে। প্রশাসন যেকোনো মূল্যে জাকসুকে অকার্যকর করতে দৃঢ়প্রতিজ্ঞ।
আরিফ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, আপনারা সকলে সিনেট ভবনে জমায়েত হোন। আপনাদের ভোটের ফলাফল নিজেদের হাতে বুঝে নিতে হবে।
তিনি বলেন, ফলাফল না নিয়ে সিনেট ভবন থেকে এক পা-ও নড়বেন না। জাকসু বানচালের এই ষড়যন্ত্র আমাদের একজোট হয়ে ব্যর্থ করে দিতে হবে ইনশাআল্লাহ।