মৎস্য বীজ উৎপাদন খামার থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার

3 weeks ago 6

ময়মনসিংহে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফারজানা শান্তা নামে এক নারীকে আটক করা হয়।

রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে নগরীর মাসকান্দা এলাকায় ওই সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ। আটক ফারজানা শান্তা প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী হৃদয় মিয়ার স্ত্রী।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দীর্ঘদিন ধরে মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশপ্রহরীর কক্ষে চলছিল অস্ত্র ও মাদক কেনাবেচা। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় নৈশপ্রহরী হৃদয় মিয়ার শোবার ঘর থেকে দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।

jagonews24

তিনি বলেন, অভিযানের সময় হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করা হয়েছে। হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে জানতে চাইলে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মো. হাছেন আলী বলেন, এগুলোর বিষয়ে আমার কিছুই জানা নেই। পুলিশ তদন্ত করুক। এর সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জেআইএম

Read Entire Article