ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের বন্দি নূরনবী হক জিসান (২৬) নামে আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর আড়াইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জিসান ময়মনসিংহ সদর উপজেলার পালপাড়া গ্রামের মৃত নজরুল হকের ছেলে। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ছিলেন।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, জিসান ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। চলতি বছরের ২৮ মার্চ থেকে কারাগারে বন্দি তিনি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কারাগারের ভেতরে সিঁড়ির রেলিং থেকে মাথা ঘুরে পড়ে আঘাত পান। পরে কারাগারের চিকিৎসকের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটায় মারা যান তিনি।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আগে থেকে কোনো রোগে আক্রান্ত কি না ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জেআইএম

5 months ago
45









English (US) ·