ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে প্রাণ গেলো নারীর

3 weeks ago 15

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হেলেনা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হেলেনা বেগম নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের নেটিরকান্দা গ্রামের আব্দুল হাদীর মেয়ে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান।

তিনি বলেন, হেলেনা ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার দিবাগত মধ্যরাতে ভর্তি হয়েছিলেন। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেয়া হচ্ছিল। পরে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চারজন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ভর্তি রয়েছে ২০ রোগী। এরমধ্যে পুরুষ ১২, নারী ছয় ও দুই শিশু রয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

এএইচ/জেআইএম

Read Entire Article