ময়মনসিংহে অনলাইন জিডি সেবা চালু

2 months ago 5

ময়মনসিংহ রেঞ্জের সব থানায় চালু হয়েছে অনলাইন জিডি সেবা।

মঙ্গলবার (১ জুলাই) থেকে এই সেবা চালু হয়েছে। এর ফলে ময়মনসিংহ রেঞ্জের সব থানায় অনলাইনে সব ধরনের জিডি করা যাচ্ছে।

ময়মনসিংহ নগরীর চায়নামোড় এলাকার বাসিন্দা মনিরুজ্জামান বলেন, আমাকে একজন হুমকি দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এমতাবস্থায় অনলাইনে জিডি করবো। এজন্য অ্যাপ ডাউনলোড করেছি।

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জাগো নিউজকে বলেন, আগে শুধুমাত্র হারানোর জিডিগুলো অনলাইনে করা যেত। ২০২২ সাল থেকে এ পর্যন্ত ময়মনসিংহ জেলার প্রায় ৭২ হাজার ডিজি নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু সব ধরনের জিডি অনলাইনে করতে না পারায় অনেকে দালালের খপ্পরে পড়তেন। কিন্তু আজ থেকে মানুষ অনলাইনে সব ধরনের জিডি করতে পারছেন।

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক জাগো নিউজকে বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুত ও সহজে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু হয়েছে। আজ থেকে এই অনলাইন জিডি সেবা শুরু হয়েছে।

কামরুজ্জামান মিন্টু/এএইচ/এএসএম

Read Entire Article