ময়মনসিংহে ট্রাফিক নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

3 months ago 15

ময়মনসিংহের ১৩ উপজেলার ৩০টি পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন তারা।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোফাজ্জাল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ভালুকা ফায়ার সার্ভিসের ছয়জন সদস্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। এছাড়া মহাসড়কের মাসকান্দা বাইপাস, চরপাড়া মোড়, মাসকান্দা, শম্ভুগঞ্জসহ মোট ৩০টি পয়েন্টে কাজ করছেন তারা।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে চলতে যেন সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে না, সেজন্য আমাদের ছয়জন ফায়ার ফাইটার ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম

Read Entire Article