ময়মনসিংহে ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন ৫ ঘণ্টা পর উদ্ধার

3 months ago 56

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর ইঞ্জিনটি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে ইঞ্জিন উদ্ধার করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার আধাঘণ্টা পর বিকল্প ইঞ্জিন লাগানোয় ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। তবে লাইনচ্যুত ইঞ্জিনটি ঘটনাস্থলেই পড়ে ছিল। এমতাবস্থায় ময়মনসিংহ রেলওয়ে জংশনের ৩ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল সচল থাকে।

পরে রেলওয়ের উদ্ধার কর্মীরা দীর্ঘ ৫ ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে ইঞ্জিনটি উদ্ধার করেন। পরে ইঞ্জিনটি নগরীর লোকোশেডের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এরপরই ৩ নম্বর লাইনটি সচল হয়।

ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে রেলওয়ে জংশন এলাকা পর্যন্ত আসতেই ৩ নম্বর লাইনে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। তবে অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা এসে আধাঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিন যুক্ত করেন। পরে সকাল ১০টার দিকে ট্রেনটি আবারো জারিয়ার দিকে ছেড়ে যায়। তবে লাইনচ্যুত ইঞ্জিনটির উদ্ধারকাজ চলমান ছিল।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম

Read Entire Article