ময়মনসিংহে তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৬-এর উদ্বোধন

“নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক; নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি/২৬) সদর ময়মনসিংহের উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুর রহিম। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, “কৃষি একটি জাতির মূল চালিকাশক্তি। কৃষক বাঁচলে বাঁচবে জাতি।” তিনি বলেন, বর্তমান কৃষিকে আরও নিরাপদ ও টেকসই করতে এবং কৃষকদের স্বনির্ভর ও লাভবান করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে, যা অল্প সময়ের মধ্যেই বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন।

ময়মনসিংহে তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৬-এর উদ্বোধন

“নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক; নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি/২৬) সদর ময়মনসিংহের উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুর রহিম।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, “কৃষি একটি জাতির মূল চালিকাশক্তি। কৃষক বাঁচলে বাঁচবে জাতি।” তিনি বলেন, বর্তমান কৃষিকে আরও নিরাপদ ও টেকসই করতে এবং কৃষকদের স্বনির্ভর ও লাভবান করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে, যা অল্প সময়ের মধ্যেই বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সরকার কৃষিকে সার্বজনীন ও আধুনিক কৃষিতে রূপান্তর করতে কাজ করছে। এ সময় তিনি ময়মনসিংহের চর এলাকার কৃষক গ্রুপের মাঝে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সেচ সহায়ক যন্ত্রপাতি ও ক্যানভাস পাইপ বিতরণ করেন এবং আনুষ্ঠানিকভাবে কৃষি মেলার উদ্বোধন ঘোষণা করেন। সভাপতির বক্তব্যে কৃষিবিদ মোঃ আব্দুর রহিম বলেন, দেশের অগ্রগতিতে কৃষক-কৃষাণীদের ভূমিকা অপরিসীম। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ বাংলাদেশের কৃষি টেকসই ও রপ্তানিযোগ্য খাতে পরিণত হয়েছে।

তিনি বলেন, কৃষি মেলা কৃষি উন্নয়ন ও কৃষি প্রযুক্তি সহজীকরণের একটি কার্যকর মাধ্যম। এ ধরনের আয়োজন আরও বৃদ্ধি করা হলে কৃষকরা নতুন নতুন ধারণা ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow