ময়মনসিংহে দুই সাংবাদিকের নামে বিএনপি নেতার মামলা

3 months ago 11

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দুই সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন এক বিএনপি নেতা।

শনিবার (২৪ মে) বিকেলে ময়মনসিংহের মুখ্য বিচারিক হাকিম ২ নম্বর আমলি আদালতে মামলাটি করেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী।

মামলার আসামিরা হলেন- দৈনিক জনবাণী পত্রিকার ময়মনসিংহ ব্যুরো প্রধান সাইফুল ইসলাম তরফদার, দৈনিক সংগ্রাম পত্রিকার ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কবির হোসেন, জেলা যুবদলের সহসভাপতি ও পৌর বিএনপির সদস্য আজহারুল আলম রিপন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অমিত হাসান।

তিনি বলেন, মামলার আবেদন আদালত গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ মে) ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে টোল আদায়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয় কয়েকটি রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা। মানববন্ধনে বর্তমান ইজারাদার ও ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তৌসিফ ইবনে মান্নানের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত টোল আদায়, ব্যবসায়ীদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ তোলা হয়।

বিএনপি নেতা শমসের আলীর দাবি, মানববন্ধনের প্রতিবেদন তৈরি করতে গিয়ে সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার ও শফিকুল ইসলামসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে তার ছবি ব্যবহার করে ‘চাঁদাবাজ শমসের, বাটপার শমসের’ লেখা প্ল্যাকার্ড বানান এবং সেই ছবি সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ছড়িয়ে দেন। এতে তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে অপমানিত হয়েছেন।

তবে সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, আমরা কোনো ধরনের পরিকল্পনার সঙ্গে জড়িত না। শুধু মাত্র মানববন্ধনের সংবাদ প্রকাশ করেছি। এতেই বিএনপি নেতা ক্ষুব্ধ হয়েছেন ও দায়ের করেছেন মামলা।

ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম খান বলেন, বিগত সময়গুলোতেও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকের নামে মিথ্যা ও বানোয়াট মামলা করে হয়রানির চেষ্টা করা হয়েছে। এই ধারাবাহিকতা আমরা আর দেখতে চাই না। সাইফুল ইসলাম তরফদার ও শফিকুল ইসলাম পেশাদার সাংবাদিক। তাদের কাজই হচ্ছে খবর সংগ্রহ করা। মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে মামলার বাদী ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমস আলী বলেন, আমার নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে মানববন্ধন ও সংবাদ প্রচার করা হয়েছে। এতে আমার মানহানি হয়েছে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এমএস

Read Entire Article