ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ গ্রেফতার ৮

3 hours ago 7

ময়মনসিংহে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান রাকিব (২২), ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তার ছেলে আওয়ামী লীগের সক্রিয় কর্মী তানভীর মোহাম্মদ জয় (৩২) ও অন্যান্য মামলার আসামি গোলাম রব্বানী (৩০), মিলন হোসেন (৩২), সোহাগ মিয়া (৩২), সোহেল মিয়া (৩০), ইয়াজ উদ্দিন (৫১) ও রফিক মিয়া (৪৯)।

পুলিশ জানায়, মমতাজ উদ্দিন মন্তা ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-৪ সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর চাচা। মোহিত উর রহমান শান্তসহ তার পরিবারের অন্যান্য আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা গত ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা, আওয়ামী লীগের সক্রিয় কর্মীসহ অন্যরা গ্রেফতার এড়াতে সদরের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এমডিকেএম/এএমএ

Read Entire Article