ময়মনসিংহে বন্যার্তদের মাঝে তারেক রহমান প্রদত্ত ঢেউটিন বিতরণ

2 months ago 32
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঢেউটিন বিতরণ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি আশপাশের এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শন করেন।  বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ঋষিপাড়ায় এবং গোরস্থান পট্টিতে তিনি টিন বিতরণ করেন। এ সময় প্রিন্স এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এলাকার ও মানব সম্পদ উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অবহেলিত জনপদকে আলোকিত করতে কাজ করার সুযোগ এসেছে। অবহেলিত জনপদ হালুয়াঘাট ও ধোবাউড়া নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আলোকিত হালুয়াঘাট ও ধোবাউড়া গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বিএনপি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় আন্তরিকভাবে কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্বাবধানে নেতাকর্মীরা পানিবন্দি মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্র পরিচালনা, ত্রাণ, পুনর্বাসন, স্বাস্থ্যসেবা সবক্ষেত্রেই নিরলস ভাবে কাজ করেছে। বিএনপি জনগণের দল। জনগণের বিপদ, আপদে বিএনপি তাদের পাশে আছে এবং থাকবে। এ ছাড়াও তিনি হালুয়াঘাটের ধারা বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন করেন এবং কলেজের শিক্ষক, কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রিন্স শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান। সভায় কলেজের অধ্যক্ষ তৌফিকর রহমান, আরফান আলী, মিজানুর রহমান, শিক্ষক তোফায়েল আহমেদ, আবদুল কাদের, শামসুল আলম পনির, এমদাদুল ইসলাম, আসাদুজ্জামান আকন্দ, রঞ্জন কুমার বসাক, রওশন জাহান বক্তব্য রাখেন। এর আগে এমরান সালেহ প্রিন্স বুধবার (১৩ নভেম্বর) হালুয়াঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৪ পরিবারকে তারেক রহমান প্রদত্ত ঢেউটিন বিতরণ করেন। এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলমগীর আলম বিপ্লব, কাজী ফরিদ আহমেদ পলাশ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, যুবদল নেতা আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
Read Entire Article