ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রথমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। পরে একে একে রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে নগরীর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার। এ সময় রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন।  এ ছাড়াও দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। শহীদ মুক্তিযোদ্ধ

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রথমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। পরে একে একে রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে নগরীর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার। এ সময় রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন। 

এ ছাড়াও দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মুক্তিযুদ্ধবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধ প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow