ময়মনসিংহে বাস থেকে পড়ে প্রাণ গেলো চালকের সহকারীর

ময়মনসিংহে বাস থেকে পড়ে এক চালকের সহকারীর প্রাণ গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আবু তাহের ভোলা (৪০) ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি মিলগেট এলাকার মৃত আবুল কাশেম কাছুর ছেলে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জামালী। এসআই মাসুদ বলেন, বিকেলে পাটগুদাম সেতুর (বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) শুরুতে ঝাঁকুনি লেগে বাসের দরজা থেকে সড়কে পড়ে যান আবু তাহের। এতে তিনি মাথা, মুখ ও পায়ে গুরুতর আঘাত পান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তিনি মারা যান। এসআই মাসুদ জানান, ঘটনার পর থেকে বাসচালকের সন্ধান পাওয়া যাচ্ছে না। আবু তাহেরের পরিবার এ বিষয়ে থানায় অভিযোগ দিলে মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। আবু তাহেরের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে জুটমিল মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে

ময়মনসিংহে বাস থেকে পড়ে প্রাণ গেলো চালকের সহকারীর

ময়মনসিংহে বাস থেকে পড়ে এক চালকের সহকারীর প্রাণ গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আবু তাহের ভোলা (৪০) ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি মিলগেট এলাকার মৃত আবুল কাশেম কাছুর ছেলে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জামালী।

এসআই মাসুদ বলেন, বিকেলে পাটগুদাম সেতুর (বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) শুরুতে ঝাঁকুনি লেগে বাসের দরজা থেকে সড়কে পড়ে যান আবু তাহের। এতে তিনি মাথা, মুখ ও পায়ে গুরুতর আঘাত পান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তিনি মারা যান।

এসআই মাসুদ জানান, ঘটনার পর থেকে বাসচালকের সন্ধান পাওয়া যাচ্ছে না। আবু তাহেরের পরিবার এ বিষয়ে থানায় অভিযোগ দিলে মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

আবু তাহেরের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে জুটমিল মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমডিকেএম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow