ময়মনসিংহে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক চক্রের দুই সদস্য গ্রেফতার

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা বিক্রিলব্ধ নগদ অর্থও উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখা জানায়, বৃহস্পতিবার (রাত) গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা উপজেলার বেচুয়াখালী বাজার এলাকায় টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবার ৬০ গ্রাম গুড়া এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— দাপুনিয়া ভাটিপাড়া এলাকার বাসিন্দা ও আন্তঃজেলা ইয়াবা ব্যবসায়ী চক্রের অন্যতম হোতা মো. আকছামুল হক হীরা এবং তার সহযোগী, নেত্রকোণার বারহাট্টা উপজেলার মো. আহলাদ মিয়া। আহলাদ মিয়া মূলত বিভিন্ন মাদক কারবারির কাছে ইয়াবা সরবরাহের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি'র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের পর উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ম

ময়মনসিংহে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক চক্রের দুই সদস্য গ্রেফতার

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা বিক্রিলব্ধ নগদ অর্থও উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখা জানায়, বৃহস্পতিবার (রাত) গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা উপজেলার বেচুয়াখালী বাজার এলাকায় টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবার ৬০ গ্রাম গুড়া এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— দাপুনিয়া ভাটিপাড়া এলাকার বাসিন্দা ও আন্তঃজেলা ইয়াবা ব্যবসায়ী চক্রের অন্যতম হোতা মো. আকছামুল হক হীরা এবং তার সহযোগী, নেত্রকোণার বারহাট্টা উপজেলার মো. আহলাদ মিয়া। আহলাদ মিয়া মূলত বিভিন্ন মাদক কারবারির কাছে ইয়াবা সরবরাহের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি'র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের পর উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, আকছামুল হক হীরা ময়মনসিংহ অঞ্চলের ইয়াবা ব্যবসার অন্যতম বড় ডিলার। এর আগেও তাকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় এবং ঐ মামলায় আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ১৩৫ পিস ইয়াবার অপর একটি মামলায় তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়। একাধিক মামলার সাজা পরোয়ানা মাথায় নিয়েও দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। স্থানীয়দের দাবি, দাপুনিয়া ভাটিপাড়াসহ আশপাশের এলাকায় হীরার একটি শক্তিশালী মাদক নেটওয়ার্ক রয়েছে। হাজার হাজার ইয়াবা এনে জেলার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাঝে মধ্যে গ্রেফতার হলেও অর্থ ও প্রভাব খাটিয়ে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে পুনরায় বেপরোয়া হয়ে ওঠেন তিনি। এলাকাবাসী ও সচেতন মহল এই চিহ্নিত মাদক কারবারির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow