ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যায় পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন নাথ বাড়ৈ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পূজা উদযাপন পরিষদ জানায়, ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দীপু চন্দ্র দাস নামে একজনকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এক যুক্ত বিবৃতিতে এই নারকীয় ঘটনার যথাযথ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানায় সংগঠনটি।

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যায় পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন নাথ বাড়ৈ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পূজা উদযাপন পরিষদ জানায়, ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দীপু চন্দ্র দাস নামে একজনকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

এক যুক্ত বিবৃতিতে এই নারকীয় ঘটনার যথাযথ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানায় সংগঠনটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow