ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের ৭ বারের নির্বাচিত সভাপতি আব্দুস সালাম (৬৮) মারা গেছেন। মঙ্গলবার (১ জুলাই) দিনগত রাত পৌনে ৩টার দিকে শহরের সায়েম প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আব্দুস সালাম ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি এলাকার প্রয়াত মোজাফফর মণ্ডলের ছেলে। জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নে তিনি তিন দশকেরও বেশি সময় নেতৃত্ব দিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত সমস্যাসহ দীর্ঘদিন যাবত কিডনি জটিলতায় ভুগছিলেন আব্দুস সালাম। সম্প্রতি তিনি স্টোক করেন।
তার মৃত্যুর খবর পেয়ে মরদেহ দেখতে প্রথমে হাসপাতাল ও পরে বাসায় ভিড় করেন পরিবহন নেতা ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস