যদি তুমি না থাকো এবং অন্যান্য

2 hours ago 4

যদি তুমি না থাকো

আমি হবো অমাবস্যার তীব্র অন্ধকার
উঠোন কোণে পূর্ণিমার আলো পড়বে না
অন্ধকারে দিগ্বেদিক হয়ে যাবো
একদিন অন্ধকারেই শেষ প্রস্থান হবে।

যদি তুমি না থাকো
এই বুকে শস্য-শ্যামল জাগবে না
তেপান্তরের পাখির মতো ডানা ঝাপটাবো না
দখিনা সমীরণের সুন্দর মন ধূলিস্যাৎ হয়ে যাবে
এই বুকে খরায় খরায় মরুভূমি হবে
পুড়ে পুড়ে পৃথিবী থেকে শেষ প্রস্থান হবে।

যদি তুমি না থাকো
বসন্তের ফুলের মতো এই জীবন সাজবে না
নতুন কুড়ির মতো নতুন স্বপ্ন আর আসবে না
পুরোনো পাতার মতো হলদে বর্ণ ধারণ করবো
এই চোখে প্রবল শ্রাবণ ধারা নামবে
সন্ধ্যার নিকষে আলোরা হারিয়ে যাবে।

**

ভালোবাসার স্পর্শ

রোজ রোজ আলো নেমে আসে
আলোর ঝলকানিতে ভালোবাসা ছড়ায়
আমাদের সংসারের স্বপ্ন নেমে আসে
ছোট্ট ছোট্ট আঙুলে কল্পনার সুখ বিলাস নামে
তখন একদল দুঃখ তাড়িয়ে আসে
হাত ছাড়িয়ে নিতে চায়
বেদনার মুখে দাঁড়িয়ে তোমার মুখপানে তাকিয়ে থাকি
তুমি দুটো হাতে শক্ত করে রাখো।

রোজ রোজ সুখ নেমে আসে
তুমি আমি ভালোবাসার মাদকতায় ডুবে যাই
সুখেরা পাখা মেলে হেঁটে বেড়ায়
ঘোরে দিন-রাত ডুবে যাই
ভালোবাসা প্রবলভাবে বেড়ে যায়
ঠিক তখন কেউ হাত ছাড়িয়ে নিতে চায়
বেদনার দুয়ারে দাঁড়িয়ে নীল হয়ে যাই
তখন তুমি ভালোবাসার স্পর্শে নীলটুকু সারিয়ে নাও।

**

আত্মসর্মপণ

একদিন তোমার আমার দেখা হলো
মুহূর্তেই জীবনের পটভূমি পাল্টে গেলো
পৃথিবীজুড়ে যুদ্ধে তামা তামা হয়ে এলো
স্নায়বিক যুদ্ধ রোজ আমাদের উঠোনে হানায় শঙ্কিত করে দিলো
তখনও আমরা ছিলাম
ইদানিং খবর রটালো আমরা দুজন দুজনার
আর কোনো যুদ্ধ হবে না
বিরোধীদল সবাই আত্মসমর্পণের চুক্তিতে নেমেছে।

একদিন তোমার আমার দেখা হলো
মুহূর্তেই জীবনের সমস্ত কিছু পাল্টে গেলো
পৃথিবীজুড়ে নানান অস্ত্রের ঝনঝনানিতে ভীত হয়ে এলো
মানসিক যুদ্ধ আমাদের মানচিত্রজুড়ে হানা দিলো
তখনও আমরা পরস্পরের সাথে ছিলাম
ইদানিং খবর রটালো আসছে বসন্তে আমি হবো তোমার হবো
আর কোনো যুদ্ধ হবে না
প্রতিপক্ষ সবাই আত্মসমর্পণের চুক্তিতে নেমেছে।

এসইউ/জিকেএস

Read Entire Article