যমুনা অভিমুখে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা, পুলিশের বাধা

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওনা দিলে আটকে দেয় পুলিশ।  মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে রওনা দেওয়া শিক্ষার্থীদের শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আটকে দেওয়া হয়। পরে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।  এ সময় পরীক্ষার্থীরা জানান, গত বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছরের সময় দেওয়া হয়েছিল। কিন্তু এবার তাদের সময় কমিয়ে মাত্র দুই মাসেরও কম রাখা হয়েছে, যা তারা অযৌক্তিক মনে করছেন। তাই তারা পরীক্ষা পেছানোর দাবি করছেন। তারা আরও জানান, দাবি পূরণ না হলে রাজপথেই আন্দোলন চালাবেন। ২৭ নভেম্বরের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। পাশাপাশি পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা।  পরীক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনের পরও পিএসসির চেয়ারম্যান নতুনভাবে স্বৈরাচারী আচরণ করছেন।

যমুনা অভিমুখে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা, পুলিশের বাধা

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওনা দিলে আটকে দেয় পুলিশ। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে রওনা দেওয়া শিক্ষার্থীদের শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আটকে দেওয়া হয়। পরে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা। 

এ সময় পরীক্ষার্থীরা জানান, গত বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছরের সময় দেওয়া হয়েছিল। কিন্তু এবার তাদের সময় কমিয়ে মাত্র দুই মাসেরও কম রাখা হয়েছে, যা তারা অযৌক্তিক মনে করছেন। তাই তারা পরীক্ষা পেছানোর দাবি করছেন।

তারা আরও জানান, দাবি পূরণ না হলে রাজপথেই আন্দোলন চালাবেন। ২৭ নভেম্বরের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। পাশাপাশি পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা। 

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনের পরও পিএসসির চেয়ারম্যান নতুনভাবে স্বৈরাচারী আচরণ করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow