যমুনা সেতুতে নতুন রেকর্ড, একদিনে টোল আদায় চার কোটি

3 months ago 12

ঈদযাত্রায় এ বছর যমুনা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। ফলে সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যানবাহন পারাপার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা। এটি সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের হার বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কর্মস্থল টানা ১০ দিনের ছুটি হওয়াতে যানবাহনের পারাপার সংখ্যা বেড়েছে। ফলে সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ২৮৩টি পরিবহন পারাপারে টোল আদায় হয়েছে চার কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে সেতুপূর্ব টোল প্লাজা পার হয়ে উত্তরবঙ্গে গেছে ৪৩ হাজার ৩টি গাড়ি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা এবং পশ্চিম টোল প্লাজা পার হয়ে ঢাকায় গেছে ২১ হাজার ২৮০টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।

এর আগে ২০২৩ সালে ঈদযাত্রায় ২৭ জুন রাত ১২টার পর থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে পরিবহন পারাপার হয়েছিল ৫৫ হাজার ৪৮৮টি। এতে সেতুতে টোল আদায় হয়েছিল তিন কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

এম এ মালেক/এফএ/এএসএম

Read Entire Article