যমুনায় একদিনে ৩৩ সেন্টিমিটার পানি বেড়েছে

3 months ago 26

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে একদিনে যমুনা নদীর পানি ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়াও জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়ার কারণে ভূঞাপুর উপজেলার গাবসারা, অর্জুনা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নূরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

যমুনায় একদিনে ৩৩ সেন্টিমিটার পানি বেড়েছে

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পোড়াবাড়ী পয়েন্টে ৩৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে বিপৎসীমার ১০ দশমিক ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এ নদীর পানি।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নূরুল আমিন জানান, যমুনাসহ জেলার অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করে। কিন্তু ফের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনাসহ জেলার সব নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করছে।

আরএইচ/এএসএম

Read Entire Article