যশোর মৎস্য হ্যাচারি মালিক সমিতির নেতৃত্বে জাহিদুর-শামসুদ্দীন

3 months ago 10

উৎসবমুখর পরিবেশে যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে যশোর মৎস্য গবেষণা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভিষেক অনুষ্ঠানের আগে যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির ২০২৫ বর্ষের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ৯টি পদের বিপরীতে নয়টি মনোনয়নপত্র জমা হওয়ায় সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে জাহিদুর রহমান সভাপতি ও শামসুদ্দীন চৌধুরী সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যরা হলেন, সহ-সভাপতি একরামুল কবির, যুগ্ম-সম্পাদক আমিরুল হক, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ শেখ খালিদ শামছ্ বাবু, দপ্তর সম্পাদক বাসুদেব বর্মন, সদস্য জাহাঙ্গীর হোসেন ও ওবাইদুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ইবাদত খান এ ফলাফল ঘোষণা করেন ও অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান। এসময় অতিথি ছিলেন যশোর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপকেন্দ্র প্রধান ড. আখেরী নাঈমা। এছাড়া যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সমিতির বিদায়ী সভাপতি ফিরোজ খান, হ্যাচারি মালিক সাইফুজ্জামান মজু ও শহিদুল ইসলাম বাবু, নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক বিধান চন্দ্র অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্যে ড. আখেরী নাঈমা বলেন, মাছ নিয়ে আমরা নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছি। নতুন নতুন আবিষ্কারও হচ্ছে। এ গবেষণার পেছনে বড় অবদান হ্যাচারি মালিকদের। তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমরা কাজ করি। আমি আশাবাদী নতুন কমিটি সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানালে হাত বাড়িয়ে দেব।

মিলন রহমান/এমএন/জেআইএম

Read Entire Article